ভিডিও কনফারেন্সিং-এ সংবাদ সম্মেলন আহ্বান

১৯ মার্চ, ২০২০ ২১:৫৭  
এবার ভিডিও কনফারেন্সিং-এ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নিজ বাসভবন অথবা জনতা টাওয়ার সফটওয়্যার পার্ক থেকে শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রতিমন্ত্রী। করোনা ভাইরাস সতর্কতার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। আইসিটি বিভাগ সূত্রে জানাগেছে, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে জুম অ্যাপ ব্যবহার করে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী ছাড়াও ওই সম্মেলনে দেশের প্রযুক্তি বিশেষজ্ঞরাও এ বিষয়ে কথা বলবেন।